পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের কার্যক্রমের বিবরণ:
প্রস্তুত: ৩১ ডিসেম্বর, ২০১৯
এক নজরে পরিবেশ অধিদপ্তর এর প্রতিষ্ঠা
১. পটভূমি
বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে ১৯৭২ সালে সুইডেনের ষ্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশের উপর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ১৯৭৩ সালে জারী করা হয় “পানিদূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ” এবং ২৭ জন জনবল নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রাথমিকভাবে পানিদূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়। ১৯৭৭ সালে “পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ” জারীর মাধ্যমে সামগ্রিকভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ হাতে নেয়া হয় এবং ১৬ জন জনবল বিশিষ্ট একটি কন্ট্রোল বোর্ড গঠন করা হয়। ১৯৭৮ সালে ১১৮ জন জনবল নিয়ে “পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের” আওতায় কার্যক্রম মাঠপর্যায়ে শুরু হয় এবং প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় গবেষণাগারসহ ০৪ টি বিভাগীয় অফিস স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৮৫ সালে গঠিত হয় “পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর” যা পরবর্তীতে ১৯৮৯ সালে নতুন গঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে “পরিবেশ অধিদপ্তরে” রূপান্তরিত হয়। বর্তমানে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ০৮টি বিভাগীয় অফিস (ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর) ও ৩৩টি জেলা অফিস এবং ৪৭৮জন (প্রোটোকল অনুয়ায়ী-৭৩৫) জনবল নিয়ে পরিবেশ সংরক্ষণের কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত-২০০২) এর ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে প্রতিনিয়ত কাজ করে চলেছে। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহযোগিতার মাধ্যমে পরিবেশ বান্ধব প্রকল্প/কারখানা/শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। অন্যদিকে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় খুলনা বিভাগীয় কমিশনার সচিবালয় ক্যাম্পাসে ০.৬৮ একর জমির উপরে অবস্থিত। ৬.২৫ কোটি টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি আঞ্চলিক গবেষণাগারসমুহের উন্নয়ন ও পরিবেশ অধিদপ্তরের বিকেন্দ্রীকৃত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হওয়ার পর ২০০৫ সালের ১৫ জুলাই এর শুভ উদ্বোধন হয়। ইতোপূর্বে ১৪ জুলাই ২০০৫ পর্যন্ত খুলনা শহরের খালিশপুর এলাকায় একটা ভাড়া বাড়িতে অফিস কার্যক্রম পরিচালিত হয়েছে। পরিবেশ ভবনে দাপ্তরিক কাজ শুরু হয় ১৫ জুলাই ২০০৫ তারিখ হতে।
জেলা অফিস
খুলনা বিভাগের আওতাভূক্ত ১০ টি জেলা এ অধিদপ্তরের এখতিয়ারভুক্ত। খুলনা বিভাগীয় কার্যালয় হতে খুলনা জেলার পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় এবং অন্য জেলার পরিবেশ সংক্রান্ত কার্যক্রমের তত্ত¡াবধান করা হয়। দাপ্তরিক কাজের সুবিধার্থে ২০১০ সালে ০৩ টি জেলা অফিস স্থাপিত হয় এবং ২০১৯ সালের মে মাসে সাতক্ষীরা জেলা কার্যালয় স্থাপিত হয়। কুষ্টিয়া জেলা কার্যালয় হতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। যশোর জেলা কার্যালয় হতে ঝিনাইদহ, নড়াইল, মাগুরা ও যশোর জেলার পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। বাগেরহাট জেলা কার্যালয় হতে বাগেরহাট জেলার পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় এবং সাতক্ষীরা জেলা কার্যালয় হতে সাতক্ষীরা জেলার পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়।
ক্রমিক নং জেলা অফিস ঠিকানা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
১. যশোর ডি আই জি প্রিজন রোড, শেখহাটি, সদর, যশোর। উপপরিচালক
২. বাগেরহাট ৯৬/২, ভি আইপি রোড, সদর, বাগেরহাট। উপপরিচালক
৩. কুষ্টিয়া শাহরিয়ার টাওয়ার (২য় তলা), স্টেডিয়ামের সামনে, ঝিনাইদহ রোড, চৌড়হাস, কুষ্টিয়া। উপপরিচালক
৪. সাতক্ষীরা ৮৩, দক্ষিণ পলাশপোল, সদর, সাতক্ষীরা। সহকারী পরিচালক
২.২ সার্বক্ষণিক বায়ুমান পরীবিক্ষণ স্টেশন।
খুলনা বিভাগীয় কার্যালয়ের তত্ত¡ধানের ০৩ টি বায়ুমান পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিক বায়ু নিরীক্ষার কাজ করছে। এগুলি নিম্নরূপঃ
ক) মালে মনিটরিং স্টেশন, শ্যামনগর, সাতক্ষীরাঃ মালে ডিক্লারেশন প্রকল্প (ফেজ-৪) এর আওতায় পরিচালিত। High Volume Sampler -এর মাধ্যমে ০৫ (পাঁচ) দিন PM10 , Diffusive Sampler -এর মাধ্যমে SO2, NO2, O3 বিশ্লেষণ ফলাফল প্রতি মাসে প্রেরণ করা হয়। Rainy Season এ Rain Water এর Sample Gi Na+, Mg++, Ca++, K+, Cr-, NO-3, SO--4, pH, EC, HCO- প্রতিবেদন মাসে ০৪ (চার) দিন প্রেরণ করা হয়।
খ) ক্যামস স্টেশন, বয়রা, খুলনাঃ ক্লিন এয়ার এন্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট (কেস) প্রকল্পের আওতায় পরিচালিত। PM10, PM2.5, SOx, NOX, O3, CO, Metrological parameter সমূহের প্রতিবেদন প্রতিদিন প্রেরণ করা হয়।
গ) ক্যামস স্টেশন, মংলা, বাগেরহাটঃ ক্লিন এয়ার এন্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট (কেস) প্রকল্পের আওতায় পরিচালিত। PM10, PM2.5, SOx, NOX, O3, CO, Metrological parameter সমূহের প্রতিবেদন প্রতিদিন প্রেরণ করা হয়।
২.৩ খুলনা গবেষণাগারঃ
পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ে একটা গবেষণাগার আছে। এ গবেষণাগারের মাধ্যমে EC, TDS, Salinity, pH, BOD, DO, COD, SS, TS, Turbidity, Chloride, Iron, Sulfate, Phosfate, Zn, Coliform, Total Hardness, Copper, SMP, SOX, NOX , PM 10, PM2.5 পরীক্ষা করা হয়।
৩. পরিবেশ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কার্যাবলীঃ
অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প/শিল্প প্রতিষ্ঠান/কারখানার পরিবেশগত ছাড়পত্র প্রদান
অনলাইনের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র নবায়ন
পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি
শিল্প প্রতিষ্ঠান জরিপ এবং ডাটাবেজ প্রস্তুত
পানি, বায়ু, শব্দ ও তরল বর্জ্যরে নমুনা সংগ্রহ ও বিশ্লে¬ষণ
ভ্রাম্যমান আদালত পরিচালনা
পরিবেশ দুষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের
পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণমূলক প্রচার ও প্রকাশনা
সরকার নির্ধারিত ফি প্রদানের ভিত্তিতে বায়ু, পানি, শব্দ ও তরল বর্জ্যরে নমুনা বিশ্লে¬ষণ
এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা
সিটিজেন চার্টারের আলোকে দৈনন্দিন গ্রাহক সেবা নিশ্চিতকরণ
সেবা প্রত্যাশিদের সমস্যা সমাধানের বিষয়ে গণশুনানী অনুষ্ঠান
পরিবেশ সচেতনতায় জনমত সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আন্তঃ প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপন
মন্ত্রণালয়/অধিদপ্তরের নির্দেশে পরিবেশ সংরক্ষণ/উন্নয়নে অন্যান্য প্রশাসনিক কাজ সম্পাদন
৪. আইন প্রয়োগমূলক কার্যক্রম
৪.১ . মোবাইল কোর্ট পরিচালনা
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিম্নবর্ণিত ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
(১) পলিথিনঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
(২) কালো ধোঁয়াঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) ৬ এর ১,২,৩,৪ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
(৩) জলাধার ভরাটঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ঙ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
(৪) ইটভাটাঃ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
৪.২. এনফোর্সমেন্ট কার্যক্রম
১. দূষণকারী শিল্প প্রতিষ্ঠান, কলকারখানার বিরুদ্ধে
২. অননুমোদিত শিল্প কারখানার বিরুদ্ধে
৩. পরিবেশের প্রতি ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে
উল্লেখিত বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
৪.৩ বিদ্যুৎ সংযোগ বিছিন্নকরণ
(১) অনুমোদনবিহীন শিল্প প্রতিষ্ঠান
(২) দূষণকারী প্রতিষ্ঠান
(৩) গুরুতর অভিযোগ আছে এমন সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ মহাপরিচালক মহোদয়ের আদেশ বলে বিদ্যুৎ বিচ্ছিন্নের ব্যবস্থা নেয়া হয়।
৫. জনবল সংক্রান্ত তথ্য
৫.১. কর্মকর্তা/কর্মচারি
পদের নাম পদ সংখ্যা বিদ্যমান পদ শুন্য পদ মন্তব্য
পরিচালক ১ জন ১ জন -
নির্বাহী ম্যাজিস্ট্রট ১ জন - ১ জন
উপপরিচালক ৪ জন ২ জন ২ জন
সহকারী পরিচালক ৬ জন - ৬ জন
হিসাব রক্ষণ কর্মকর্তা ১ জন - ১ জন
সিনিয়র কেমিস্ট ২ জন ১ জন ১ জন
পরিদর্শক ৭ জন ১ জন ৬ জন
জুনিয়র কেমিস্ট ৩ জন - ৩ জন
সহকারী বায়োকেমিস্ট ২ জন ১ জন ১ জন
সিনিয়র টেকনিশিয়ান ১ জন - ১ জন
ড্রাফটস ম্যান ১ জন - ১ জন
সাটলিপিকার ১ জন ১ জন -
উচ্চমান সহকারী ১ জন ১ জন - যশোর জেলা কার্যালয়ে সংযুক্ত।
অফিস সহকারী ২জন - ২ জন
ডাটা এন্ট্রি অপারেটর ৩ জন ২ জন ১ জন ১ জন কুষ্টিয়া জেলা কার্যালয়ে সংযুক্ত।
ক্যাশিয়ার ১ জন ১ জন - সদর দপ্তর, ঢাকায় সংযুক্ত এবং বাগেরহাট জেলা কার্যালয়ের হিসাবরক্ষক এ দপ্তরে কর্মরত আছেন
স্টোর কিপার ১ জন - ১ জন
গবেষণাগার সহকারী ৩ জন ১ জন ২ জন
নমুনা সংগ্রহকারী ৪ জন ৩ জন ১ জন
গাড়িচালক ২ জন ২ জন -
প্রসেস সার্ভার ১ জন - ১ জন
ল্যাব এ্যটেনডেন্ট ২ জন ১ জন ১ জন
অফিস সহায়ক ৩ জন - ৩ জন
অফিস সহায়ক (আউট সোর্সিং) ২ জন - ২ জন
নিরাপত্তা কর্মী (আউট সোর্সিং) ২ জন - ২ জন
পরিচ্ছন্ন কমীর্ (আউট সোর্সিং) ১ জন - ১ জন
মোট ৫৮ জন ১৬ জন ৪২ জন
৬. খুলনা বিভাগের শিল্প প্রতিষ্ঠান
এ কার্যালয় কর্তৃক সর্বমোট ১৩৪৩৯ শিল্প প্রতিষ্ঠনের অনুকূলে পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
(১) লাল শ্রেণী ঃ ৪৬৮ টি
(২) কমলা-খ শ্রেণী: ৯৮৬৫ টি
(৩) কমলা-ক শ্রেণী: ২৯২২ টি
(৪) সবুজ শ্রেণী: ১৮৪ টি
৬.১ শিল্প প্রতিষ্ঠানের তথ্য:
মোট প্রতিষ্ঠান |
অনুমোদিত |
অননুমোদিত |
|||
১৩৭৯০ |
সবুজ |
কমলা-ক |
কমলা-খ |
লাল |
৩৫১ |
১৮৪ |
৪৬৮ |
২৯২২ |
৯৮৬৫ |
মন্তব্যঃ সবুজ শ্রেণির ৭০ টি এবং অন্যান্য শ্রেণির আনুমানিক ২৮১ টি প্রতিষ্ঠান অনুমোদন বিহীন যেগুলো জরিপ চলমান।
৬.২ মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠান
মোট অনুমোদিত চালু বন্ধ অনুমোদন বিহীন মন্তব্য
৫৫ টি ৫০টি ৪৩ টি ০৭ টি ০৫ টি
৬.৩ ই পি জেড মংলা এর অভ্যন্তরীন শিল্প প্রতিষ্ঠান
মোট অনুমোদিত চলমান বন্ধ প্রক্রিয়াধীন মন্তব্য
২২ ২১ ১৯ ০২ ০১
৬.৪ মংলা পোর্ট এর শিল্প এলাকার শিল্প প্রতিষ্ঠান
মোট প্রতিষ্ঠান চলমান অনুমোদিত প্রক্রিয়াধীন বন্ধ মন্তব্য
২০ ১৬ ২০ - ০৪
৭. ইটভাটা সংক্রান্ত তথ্যঃ
জেলার নাম |
ইটভাটার সংখ্যা |
১২০ ফুট চিমনীর ইটভাটা |
জিগজ্যাগ ইটভাটা |
অটোমেটিক টানেল ইটভাটা |
হফম্যান হাইব্রিড ইটভাটা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
খুলনা |
১৮৬ |
০৫ |
১৭৭ |
০৫ |
- |
যশোর |
১৭৩ |
৩০ |
১৪০ |
০৩ |
- |
কুষ্টিয়া |
৮৮ |
৪২ |
৪৫ |
০১ |
- |
ঝিনাইদহ |
৯৭ |
৩৯ |
৫৮ |
- |
- |
সাতক্ষীরা |
১২৮ |
৫৪ |
৭২ |
০২ |
- |
বাগেরহাট |
৪১ |
- |
৪০ |
০১ |
- |
মেহেরপুর |
৩১ |
২৪ |
০৭ |
- |
- |
চুয়াডাঙ্গা |
৮৭ |
৪৩ |
৪৩ |
০১ |
- |
নড়াইল |
২৫ |
০৫ |
২০ |
- |
- |
মাগুরা |
৩৭ |
০৮ |
২৮ |
০১ |
- |
মোট |
৮৯২ |
২৫০ |
৬২৮ |
১৪ |
- |
০১/০১/২০১৯ খ্রি. তারিখ থেকে ৩১/১২/২০১৯ খ্রি. সময়ে সম্পাদিত কার্যক্রম নি¤œরূপঃ
৮. চলতি বছরে চলমান কার্যক্রমঃ
৮.১ নতুন আবেদন প্রাপ্তি ও নিস্পত্তি (অনলাইনে নিস্পত্তি)
গৃহীত আবেদনের সংখ্যা নিস্পত্তি অনিস্পন্ন প্রক্রিয়াধীন প্রধান দপ্তরে অনুমোদনের অপেক্ষায়
১২৬৭ ৪৯১ ৭৭৬ ৬৮৪ ৯২
৮.২ শিল্প প্রতিষ্ঠান নবায়ন
গৃহীত আবেদন নিস্পত্তি প্রক্রিয়াধীন মন্তব্য
১৫৪১ ১৪২৯ ১১২
৯. মোবাইল কোর্ট সংক্রান্ত তথ্য
৯.১ ইটভাটায় অভিযান:
মোট মামলা জরিমানা জব্দকৃত কাঠ জব্দকৃত ইট মন্তব্য
৫৫টি ৫৫টি ২৭,৬৫,০০০/- - - -
৯.২ পলিথিন বিরোধী অভিযান
মোট মামলা জরিমানা জব্দকৃত পলিথিন মন্তব্য
৮৩ টি ৮৩ টি ৩,৭৮,৭০০/- ১১,৪৭৬.৪৫০ কেজি -
১০. পরিদর্শন (বর্ণিত সময়ে)
সংখ্যা পরিবেশ সম্মতভাবে পরিচালিত প্রতিষ্ঠান অননুমোদিত প্রতিষ্ঠান দূষণকারী ব্যবস্থাগ্রহণ মন্তব্য
১৫৩৩ ১৪৩৮ ৮৩ ১০ ০২ নোটিশ ইস্যু, গণশুনানী, বন্ধের নির্দেশ
১১. অভিযোগ
প্রাপ্ত অভিযোগের সংখ্যা নিস্পত্তি প্রক্রিয়াধীন ব্যবস্থা গ্রহণ
মন্তব্য
১৫৪ ১১২ ৪২ ০০ নোটিশ, গণশুনানী, বন্ধ, উচ্ছেদ
১২. তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রদত্ত তথ্য
প্রাপ্ত আবেদন তথ্য প্রদান প্রক্রিয়াধীন মন্তব্য
০১ ০১ ০০
১৩. গণশুনানী কার্যক্রম
মোট কার্যদিবস শুনানীতে অংশ গ্রহণ (জন) নিস্পত্তি নোটিশ প্রদান মন্তব্য
১২ ৫০৫ জন ৯২ ০০ -
১৪. রাজস্ব আয়ঃ (লক্ষ টাকা)
২০১২-১৩ ২০১৩-১৪ ২০১৪-১৫
২০১৫-১৬ ২০১৬-১৭ ২০১৭-১৮ ২০১৮-১৯ মন্তব্য
২৩৮.১৭ ১৩৯.৮৯ ১১৩.৪৬ ১৬৮.৬৩ ১২৫.০৭ ১৪৭.২৬ ৩৪৪.৫৮ -
১৫. গবেষণাগারে পরীক্ষার রিপোর্ট
টেস্টের নাম পরীক্ষার সংখ্যা গ্রহণযোগ্য মানমাত্রার মধ্যে গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে মন্তব্য
বায়ুর মান (শিল্প প্রতিষ্ঠান) ২৬৮ ১৩১ ৩৭ ৫২টি পেন্ডিং
পানি পরীক্ষা (হোটেল) ৪০ ০০ ০০
নদীর পানি পরীক্ষা ১২০ ১১২ ০৮
শব্দ (মিশ্র এলাকা) ৭১ ৬৯ ০২
নলকূপ ২৪০ ০০ ০০
তরল বর্জ্যের নমুনা পরীক্ষা (শিল্প প্রতিষ্ঠান) ২৪ ১১ ১৩ ১৮টি পেন্ডিং
১৬. বিশেষ কার্যক্রম:
ক) নিয়মিত সেবা গ্রহীতাদের সাথে সভা করা হয়।
খ) পরিবেশ বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়।
গ) পরিবেশ সংরক্ষণের জন্য উদ্ভুদ্ধ করণ সভার আয়োজন।
ঘ) পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য লিফলেট, প্ল্যাকার্ড, গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়।
ঙ) গণশুনানীঃ সমস্যা শুনে আইনগতভাবে নিস্পত্তি করা হয়।
চ) সমন্বয় সভাঃ চার জেলা এবং অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে সভা করে দিক নির্দেশনা প্রদান করা হয়।
১৭. সদর দপ্তরে প্রতি মাসে যেসব প্রতিবেদন প্রেরণ করা হয়ঃ
ক্রমিক নং প্রতিবেদন নাম/বিষয় প্রেরণের তারিখ মন্তব্য
১. মাসিক প্রতিবেদন মাসের ০৭ তারিখ
২. অচঅ সংক্রান্ত মাসিক প্রতিবেদন মাসের ০২ তারিখ
৩. অচঅ সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন প্রতি ০৩ (তিন) মাস অন্তর
৪. ইটিপি প্রতিবেদন মাসের ০৫ তারিখ
৫. রীট, মামলা তথ্য সংক্রান্ত প্রতিবেদন মাসের ০৭ তারিখ, ১০ তারিখ এবং ২০ তারিখ
৬. ছাড়পত্রের আবেদন নিস্পত্তি সংক্রান্ত প্রতিবেদন মাসের ০৫ তারিখ
৭. ১৫/১২/২০১৫ তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশানর আলোকে ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ পূর্বক প্রতিবেদন প্রেরণ। মাসের ১ম সপ্তাহ
৮. ইটভাটার মাসিক প্রতিবেদন মাসের ০২ তারিখ
৯. পলিথিনের মোবাইল কোর্ট সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদন প্রতি রবিবার
১০. পলিথিনের মোবাইল কোর্ট সংক্রান্ত মাসিক প্রতিবেদন মাসের ০৫ তারিখ
১১. কালোধোঁয়ার মোবাইল কোর্ট সংক্রান্ত মাসিক প্রতিবেদন মাসের ০৫ তারিখ
১২. টাস্ক ফোর্স সংক্রান্ত প্রতিবেদন মাসের ০২ তারিখ
১৩. গণশুনানী সংক্রান্ত মাসিক প্রতিবেদন মাসের ২য়(বৃহস্পতিবার) এর পরের কার্যদিবস
১৪. এজঝ প্রতিবেদন মাসের ০৭ তারিখ
১৫. অফিস পরিদর্শন প্রতিবেদন মাসে ০১ বার
১৬. এলডিসি রিপোর্ট মাসের ০৩ তারিখ
১৭. রাজস্ব আয়ের প্রতিবেদন মাসের ০৩ তারিখ
১৮. রাজস্ব ব্যয়ের প্রতিবেদন মাসের ০৩ তারিখ
১৯. সেবা সংক্রান্ত রিপোর্ট মাসের ০৩ তারিখ
২০. ছাড়পত্র সংক্রান্ত বাছাই কমিটির কার্যবিবরণী মাসে ০১ বার
২১. শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন মাসের ১ম সপ্তাহ
২২. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কল্পে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন মাসের ০৩ তারিখ
২৩. ভূ-পৃৃষ্ঠস্থ, ভূ-গর্ভস্থ ও খাবার পানির নমুনা বিশ্লেষণ ফল প্রেরণ মাসের ০৫ তারিখ
২৪. বায়ু ও শব্দ নমুনা বিশ্লেষণ ফল প্রেরণ মাসের ০৫ তারিখ
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)